Music

19 March 2020

Re-arrange লেখার সহজ উপায় | Educationlinebd


Re-arrange ইংরেজীে ১ম পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়।  Re-arrange সাধারণত এলোমেলো অবস্থায় ১০  বাক্য থাকে। এই ১০ টি বাক্য সাধারণত রোমান সংখ্যা বা Capital Letter বা Small Letter বা Digit আকারে থাকে। শিক্ষার্থীদের এই দশটি বাক্য সঠিক ভাবে সাজিয়ে Passage আকারে লিখতে হবে।  ১০ টি বাক্যর জন্য ১০ নম্বর বরাদ্দ দেওয়া হয়েছে।

Re-arranging পরীক্ষায় তিন ধরনের আসতে দেখা যায়
১. ব্যক্তি জীবনী
২. চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ
৩. বিশেষ কোন ঘটনা / বিষয়
পরীক্ষায় সবচেয়ে বেশি Re-arrange আসে ব্যক্তি জীবনী থেকে তাই আমরা আজ ব্যক্তি জীবনী থেকে কিভাবে সহজে Re-arranging  সমাধান করতে হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করব।
ব্যক্তি জিবনী Re-arranging সমাধান করতে যে সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।

ব্যক্তির পরিচয়: ব্যক্তি জিবনী Re-arranging সমাধান করতে হলে প্রথমে ব্যক্তির পরিচয় লিখতে হয়। মনে করেন পরীক্ষায় Abraham Lincoln সম্পর্কে  Re-arrange আসলো।  Abraham Lincoln কেমন মানুষ ছিলেন বা তার উদারতা খুজে বের করে ১ নম্বরে বা প্রথমে লিখতে হবে।

জন্ম: Re-arranging সমাধান করার সময় লক্ষ্য রাখতে হবে Re-arrange জন্ম সম্পর্কে কোন বাক্য আছে কিনা।  এজন্য Re-arrange ভাল করে পড়ে  জন্ম থাকলে খুজে বের করতে হবে এবং ২ নম্বরে লিখতে হবে।

পিতামাতার পরিচয়: Re-arrange ভালো করে পড়ে দেখতে হবে পিতা মাতার পরিচয় আছে কিনা থাকলে ৩ নম্বরে পিতামাতার পরিচয় দিতে হবে।

শৈশব কাল: Abraham Lincoln এর শৈশব কালের গুরুত্বপূর্ণ ঘটনা বা তিনি কেমন পরিবারের সন্তান ছিলেন সেসব বিষয় ৪ নম্বরে লিখতে হবে।

অর্জিত ডিগ্রী সমূহ: Abraham Lincoln কোন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন বা শিক্ষা জীবনে কি কি ডিগ্রী অর্জন করেছিলেন তা যদি Re-arrange থাকে তাহলে ৫ নম্বরে লিখতে হবে।

বিশেষ লেখনি: কোন লেখক বা কবির ব্যক্তিগত জীবনী থেকে Re-arrange আসলে বিশেষ লিখনি ৬ নম্বরে দিতে হবে।

বিশেষ গ্রন্থসমূহ: কোন লেখক বা কবির ব্যক্তিগত জীবনী থেকে Re-arrange আসলে বিশেষ গ্রন্থসমূহ ৭ নম্বরে দিতে হবে।

পুরস্কার: Abraham Lincoln বেঁচে থাকা অবস্থায় তার শিক্ষা বা রাজনৈতিক জীবনে কি কি পুরস্কার পেয়েছেন তা ৮ নম্বরে দিতে হবে।

রোগে আক্রান্ত: তিনি রোগে আক্রান্ত হয়েছিলেন কিনা বা কি রোগে আক্রান্ত হয়েছিলেন তা ৯ নম্বরে লিখতে হবে।

মৃত্যু: তিনি কত সালে বা কত বছর বয়সে বা কোথায় মৃত্যু বরণ করেন তা ১০ নম্বরে লিখতে হবে।