Music

03 March 2020

HSC ICT Suggestion 2020 | এইচএসসি আইসিটি সাজেশন ২০২০ - By Educationlinebd


ICT সকল পাবলিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিগত কয়েক বছর আগে জেএসসি, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা  ICT বিষয়ের সাথে পরিচিত ছিল না কারণ তাদের সিলেবাসে ICT বিষয় অন্তভুক্ত ছিল না। বর্তমানে জেএসসি, পিএসসি এবং এইএসসি শিক্ষার্থীদের জন্য ICT বিষয় বাধ্যতামূলক করা হয়েছে তাই সকল পরীক্ষার্থীদের কাছে ICT বিষয়ের গুরুত্ব অনেক বেশি। দেখা যায় অনেক শিক্ষার্থী ICT  বিষয়ে পর্যাপ্ত নাম্বার না পেয়ে হতাশার শিকার হয়। শিক্ষার্থীদের এই হতাশা দূর করতে আমরা তৈরী করেছি HSC ICT Short Suggestion 2020।  সাজেশানে প্রতিটি অধ্যায় হতে গুরুত্বপূৃর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। ICT বিষয়ক সাজেশনটি ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১০০% কমন উপযোগী করে তৈরী করা হয়েছে। সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য সাজেশনটি তৈরী করা হয়েছে।

এইচএসসি আইসিটি  সিলেবাস 


২০২০ সালের এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT পরীক্ষায় সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ছয়টি অধ্যায় হতে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে।  পরীক্ষার্থীদের আটটি প্রশ্নের মধ্য পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল পশ্নের জন্য ১০ নম্বর থাকবে।

২০২০ সালের ICT পরীক্ষার নম্বর বন্টন


২০২০ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের মধ্য তত্ত্বীয় অংশে থাকবে ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশে থাকবে ২৫ নম্বর। ৭৫ নম্বরের তত্ত্বীয় অংশের মধ্য সৃজনশীল প্রশ্নে থাকবে ৫০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে থাকবে ২৫ নম্বর। তত্ত্বীয় অংশে মোট ৮ টি সৃজনশীল প্রশ্ন এবং ২৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ৮ টি সৃজনশীল প্রশ্নের মধ্য পরীক্ষার্থীদের  ৫টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নে  ১০ নম্বর থাকবে। অন্যদিকে ২৫ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্য শিক্ষার্থীদের ২৫ টির উত্তর দিতে হবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ দেওয়া হয়েছে।

এইচএসসি ICT ফাইনাল সাজেশন ২০২০


অধ্যায়-১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ এবং বিশ্ব
* রোবটিক্স
* ক্রায়োসার্জারী
* ন্যানোটেকনোলজি
* বায়োমেট্রিক্স
* ভাচুয়াল রিয়েলিটি
প্রথম অধ্যায় থেকে ১ সেট প্রশ্ন থাকবে। উপরের চারটি গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসবে। তাই শিক্ষার্থীরা উপরের টপিকগুলো ভাল করে পড়বে।
অধ্যায়-২: কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়াকিং
* ওয়্যারলেস প্রযুক্তি
* টপোলজি
* ক্লাউড কম্পিউটিং
* ডেটা কমিউনিকেশন
* ব্যান্ডউইথ
* হাফ ডুপ্লেক্স
কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়াকিং সিস্টেম এই অধ্যায় থেকে ১ সেট প্রশ্ন থাকবে।
অধ্যায়-৩: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
* সংখ্যা পদ্ধতি রূপান্তর,
* ২ এর পরিপূরক (যোগ ও বিয়োগ)
* লজিক সার্কিট হতে আউটপুট সমীকরন বের করা ও সমীকরন করা।
*  সমীকরণ এরমান NAND ও NOR গেইটের মাধ্যমে বাস্তবায়ন
*  হাফ এডার ও ফুল এডার
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই তৃতীয় অধ্যায় থেকে ২ সেট প্রশ্ন থাকবে।
প্রতিটি শিক্ষার্থীদের কাছে এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি। উপরের বিষয় গুলো থেকে ২ সেট প্রশ্ন আসবে।
অধ্যায়-৪: ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
* HTML Table
* Hyperlink
* Static and Dynamic website এর মধ্য পার্থক্য
HTML Table থেকে প্রশ্ন আসবেই। তাই শিক্ষার্থীদের চতুর্থ অধ্যায় থেকে HTML  Table ভালো করে দেখতে হবে। এই অধ্যায় থেকে ২ সেট প্রশ্ন আসার সম্ভবনা রয়েছে।
অধ্যায়-৫: প্রোগ্রামিং ভাষা
* সিরিজের যোগফল নির্নয়ের জন্য সি প্রোগ্রাম লিখা।
* কম্পাইলার ও ইন্টারপ্রিটার
* তিনটি সংখ্যার মধ্য বড়/ছোট সংখ্যাটি প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখ
* For ও Do While লুপের তুলনা এদের ব্যবহার করে সি প্রোগ্রাম লিখা।
অধ্যায় ৫ থেকে ১ সেট প্রশ্ন থাকবে। উপরের টপিকগুলো থেকে এবার প্রশ্ন আসার সম্ভবনা ১০০ %
অধ্যায়-৬ : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
* ইনডেক্সিং ও সটিং
* Database Relation
* ডেটা টাইপ
এই অধ্যায় থেকে ১ সেট প্রশ্ন থাকবে। এই তিনটা টপিক এর মধ্য থেকে ১ সেট প্রশ্ন অবশ্যই থাকবে।